১৯ সেপ্টেম্বর ২০১৭ ইং
সাপ্তাহিক আজকের বাংলা - ৬ষ্ঠ বর্ষ ২৭শ সংখ্যা: বার্লিন, রবিবার ০২জুল – ০৮জুল ২০১৭ # Weekly Ajker Bangla – 6th year 27th issue: Berlin,Sunday 02Jul– 08Jul 2017

গুলশান হামলায় বাংলাদেশের পোশাক খাত কি হুমকির মুখে?

জাপানের পোশাক খাতের ব্র্যান্ড ‘ইউনিকলো' বাংলাদেশে তাদের সফর স্থগিত করেছে

প্রতিবেদকঃ ডিডাব্লিউ তারিখঃ 2016-07-07   সময়ঃ 02:29:05 পাঠক সংখ্যাঃ 375

গুলশান হামলার পর বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে ধাক্কা আসতে পারে বলে আশঙ্কা করছে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ৷ কেননা নিহতদের মধ্যে অন্তত ছ'জন এই খাতের সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেছে৷> ডিডাব্লিউ

জাপানের পোশাক খাতের ব্র্যান্ড ‘ইউনিকলো' বাংলাদেশে তাদের সফর স্থগিত করেছে৷ শুক্রবার রাতে ঢাকায় সন্ত্রাসী হামলায় সাতজন জাপানি নাগরিকসহ ২০ জন নিহত হওয়ার প্রেক্ষিতে এমন অবস্থান নিয়েছে ইউনিকলোর মূল কোম্পানি ফাস্ট রিটেইলিং৷ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ঢাকার ওই সন্ত্রাসী হামলার পর বাংলাদেশের ২,৬০০ কোটি ডলারের গার্মেন্টস শিল্পখাতে অনিশ্চয়তা তৈরি হয়েছে৷ জাপানের ইউনিকলো থেকে শুরু করে মার্কস অ্যান্ড স্পেন্সার বা গ্যাপ ইনকর্পোরেশনের মতো বড় বড় গার্মেন্ট রিটেইলাররা বাংলাদেশে তাদের বিনিয়োগ নিয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে পারে বলেও আশঙ্কা রয়েছে৷

বাংলাদেশের রপ্তানি আয়ের প্রায় ৮০ শতাংশই আসে পোশাক শিল্প খাত থেকে৷ প্রায় ৪০ লাখ কর্মসংস্থান রয়েছে এই খাতে৷ ইউরোপ-অ্যামেরিকার দেশগুলোতে পোশাক রপ্তানিতে চীনের পরেই অবস্থান বাংলাদেশের৷ তাই গুলশান হামলার পর বিশ্ববাজারেবাংলাদেশের ‘পোশাক শিল্পের' ভবিষ্যৎ নিয়ে শংকিত হয়ে উঠছেন দেশের গার্মেন্টস মালিকরা৷

এদিকে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, বিদেশি রিটেইলাররা বাংলাদেশের দিকে ঘনিষ্ঠভাবে নজর রাখবে৷ কিন্তু এ শিল্পের অনেক বিশেষজ্ঞের যুক্তি, শুধু বাংলাদেশই নয়; সস্তা শ্রমিক পাওয়া যায়, এমন অনেক উন্নয়নশীল দেশেই সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অস্থিরতা দানা বেঁধেছে৷ গত বছর থেকে ফ্রান্স, বেলজিয়াম ও যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলা প্রমাণ করে, শুধু উন্নয়নশীল দেশেই সীমাবদ্ধ নেই চরমপন্থি সহিংসতার ঝুঁকি৷ বিজিএমইএ-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারুক হাসান বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘‘এই ঘটনার পর বিদেশিরা আর বিনিয়োগ করতে চাইবে না৷ পোশাক শিল্পের জন্য এটা একটা ভয়াবহ প্রভাব ফেলবে৷ আমরা আসলেই ভীষণ উদ্বিগ্ন৷''

ওদিকে সামাজিক যোগাযোগের মাধ্যমেও এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে৷ শামীমা রহিম ফেসবুকে লিখেছেন, ‘‘দেশের এমন সংকটময় মুহূর্তে প্রয়োজন একটা জাতীয় ঐক্য৷ গুলশান হামলায় নিহতদের মধ্যে ন'জন ছিলেন তৈরি পোশাকের ইটালিয়ান ক্রেতা৷ তাঁদের নিহতের ঘটনায় বাংলাদেশের পোশাক শিল্পের উপর অবশ্যই বিরূপ প্রভাব পড়বে৷ যদি সেটি ঘটে তাহলে ক্রেতারা বাংলাদেশের বাজার থেকে মুখ ফিরিয়ে ভারত বা চীনমুখী হবেন৷ আমাদের তৈরি পোশাক শিল্প ক্ষতিগ্রস্ত হলে এ দেশের অর্থনীতি চরম হুমকির মুখে পড়বে৷''

আলমগীর নাহিদ লিখেছেন, ‘‘গুলশান হামলা বাংলাদেশের গার্মেন্টস শিল্প ব্যবসায় প্রভাব ফেলবেই, প্রভাবিত হবে এ দেশের অর্থনীতি৷ এ দেশে আগত বিদেশিদের অধিকাংশই এই শিল্পটির সাথে সংশ্লিষ্ট৷ সুতরাং এ ঘটনার পর স্বভাবতই তাঁরা আর এ দেশে আগমনে নিরাপদ বোধ করবেন না৷''

এপিবি/ডিজি (এএফপি, রয়টার্স, বিডিনিউজ)আজকের কার্টুন

লাইফস্টাইল

আজকের বাংলার মিডিয়া পার্টনার

অনলাইন জরিপ

বাংলাদেশের প্রাইমারি ও মাধ্যমিক শিক্ষা পাঠক্রমে ব্যাপক পরিবর্তন করা হয়েছে জানুয়ারি ২০১৭ তে বিতরণকরা নতুন বইয়ে অদ্ভুত সব কারণ দেখিয়ে মুক্ত-চর্চার লেখকদের লেখা ১৭ টি প্রবন্ধ বাংলা বই থেকে বাদ দেওয়া হয়েছে এবং ইসলামী মৌলবাদী লেখা যোগ হয়েছে, আপনি কি এই পুস্তক আপনার ছেলে-মেয়েদের জন্য অনুমোদন করেন?

 হ্যাঁ      না      মতামত নেই    

সংবাদ আর্কাইভ