উৎপলের পর ফিরলেন মোবাশ্বার, সন্দেহ রাষ্ট্রীয় বাহিনীর দিকে
রাষ্ট্রকেই এখন প্রমাণ করতে হবে যে তারা এর সঙ্গে সম্পৃক্ত না
প্রতিবেদকঃ DW তারিখঃ 2017-12-22 সময়ঃ 05:06:49 পাঠক সংখ্যাঃ 191
সাংবাদিক উৎপল ফিরে আসার তিন দিন পর, ফিরে এলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক মোবাশ্বার হাসান সিজার৷ ৭ নভেম্বর নিখোঁজ হওয়ার ৪৪ দিন পর বৃহস্পতিবার রাত ১টার দিকে দক্ষিণ বনশ্রীতে নিজের বাসায় ফিরে আসেন তিনি৷
দীর্ঘ দু'মাস ১০ দিন নিখোঁজ থাকার পর মঙ্গলবার ফিরে আসেন সাংবাদিক উৎপল৷ ফিরে এসে তিনি বলেন, অপহরণকারীরা তাঁর কাছে টাকা চেয়েছিল৷ আড়াই মাস নিখোঁজ থাকা উৎপলকে একটি মাইক্রোবাসে করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিএনজি ফিলিং স্টেশনে রেখে যাওয়া হয়েছিল৷ এ ঘটনার তিন দিন পর, বাড়ি ফিরে সিজারও একই কথা বলেছেন৷ তিনি জানান, তাঁকেও বৃহস্পতিবার রাতে চোখ বেঁধে একটি মাইক্রোবাসে করে ঢাকা বিমানবন্দর এলাকায় নামিয়ে দেওয়া হয়৷ সেখান থেকে নিজেই বাসায় ফেরেন তিনি৷
বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান ডয়চে ভেলেকে বলেন, ‘‘কোন ফৌজদারি অপরাধী তাঁদের তুলে নিয়ে গেলে দাবি-দাওয়ার বিষয় থাকত৷ কিন্তু এখানে কোনো ধরনের মুক্তিপণ বা অপরাধীদের চাহিদা পূরণ করা ছাড়াই তাঁদের ছেড়ে দেয়া হয়েছে৷ অর্থাৎ এখানে কোনো লেনদেন হয়নি৷ একজন অপরাধী কাউকে তুলে নিয়ে গিয়ে কিছু প্রাপ্তি ছাড়াই দীর্ঘ সময় রেখে আবার ফেরত দিচ্ছে, সেটা তো হতে পারে না৷ আবার রাষ্ট্রীয় বাহিনী তাঁদের খুঁজে পাচ্ছে না, সেটাই বা কীভাবে সম্ভব? তাই এখন রাষ্ট্রীয় বাহিনীকেই আমাদের সন্দেহ হচ্ছে৷ রাষ্ট্রকেই এখন প্রমাণ করতে হবে যে তারা এর সঙ্গে সম্পৃক্ত না৷ না হলে মানুষের মনের মধ্যে একটা সন্দেহ থেকেই যাবে, যেটা রাষ্ট্রের জন্য ভালো হবে না৷'' AUDIO ON CLICK IMAGE
মোবাশ্বার যা বললেন
ফিরে আসার পর মোবাশ্বার হাসান সিজার শুক্রবার সকালে বাসার নীচেই সাংবাদিকদের মুখোমুখি হন৷ সেখানে তিনি বলেন, ‘‘আমাকে টাকার জন্য অপহরণ করা হয়ে থাকতে পারে বলে মনে হচ্ছে৷ কারণ আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আমার পরিচিত কেউ আছে কিনা যে টাকা দিতে পারবেন৷ তবে আমার কাছে সরাসরি কেউ টাকা চায়নি৷ ওদের (পরিবারের সদস্যদের) কাছে টাকা চেয়েছে৷'' যেখানে রাখা হয়েছিল, সেখানে টাকা-পয়সা নিয়ে কথা হয়েছিল জানিয়ে মোবাশ্বার আরো বলেন, ‘‘তারা (যারা তাকে আটকে রেখেছিল) ‘কনভারসেশন' করেছে টাকা-পয়সা নিয়ে৷ আমার কাছে ২৭ হাজার টাকা ছিল, সেটা তারা নিয়ে নিয়েছে৷ তবে একটা জিনিস নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা ছিল – আমাকে ছাড়বে নাকি মারবে তা নিয়ে৷ তাদের কেউ একজন মিসিং ছিল, আমি ঠিক জানি না, যেটা নিয়ে ভয়ে ছিল তারা৷ এছাড়া তাদের মধ্যে অনেক ধরনের ‘ডিসকাসন' হয়েছে৷''
অপহরণের দিনের (৭ নভেম্বর) বর্ণনা দিয়ে মোবাশ্বার বলেন, ‘‘আমি আগারগাঁওয়ের ইউএনডিপি ভবন থেকে বের হয়ে উবার নিয়ে রোকেয়া সরণির দিকে যাওয়ার সময় মোবাইলে ‘ব্রাউজ' করছিলাম৷ তখন কয়েকজন গাড়িটা থামায়৷ বলে, এটা চোরাই গাড়ি, নামেন৷ নেমে আমি পেছনে অন্য কোনো গাড়ি খুঁজছিলাম৷ তখন পেছন থেকে কেউ একজন আমার চোখে কিছু একটা মাখিয়ে দেয়৷ তারপর ধাক্কা দিয়ে একটা গাড়িতে তোলে এবং একটা কাপড় আমার মুখে ধরে৷ তখন আমি ‘সেন্স' হারাই৷ এরপর অনেকক্ষণ ঘুমিয়ে ছিলাম৷ ঘুম থেকে উঠে দেখি, আমি একটা অন্ধকার রুমে বন্দি, পেছনে হাত বাঁধা৷ ময়লা একটা তোষক, ঘরের জানালা আছে কিন্তু বাইরে থেকে সিল করা৷ পাশে আরেকটা রুম আছে৷ চার-পাঁচজন কথা বলত, শুনতে পেতাম৷ হোটেল থেকে ঠান্ডা খাবার দিত খাওয়ার জন্য৷ আজ অনেকদিন পর দিনের আলো দেখলাম৷''
ফিরে আসার প্রসঙ্গে মোবাশ্বার বলেন, ‘‘তারা আমাকে একটা গাড়ির মধ্যে বসায়৷ এক থেকে দেড় ঘণ্টা গাড়িটা চলে৷ চোখ গামছা দিয়ে বাঁধা ছিল৷ পুরো সময়টা আমাকে একজনের কোলে শুইয়ে রেখেছিল তারা৷ তারপর একসময় নামিয়ে দিয়ে বলে, তুই চলে যা৷ পেছনে তাকালে মেরে ফেলবো৷ নেমে দেখি এয়ারপোর্ট রোড৷ ওখান থেকে একটা সিএনজি নিয়ে বাসায় আসি৷ আমার কাছে কোনো টাকা ছিল না৷ সিএনজিওয়ালার ফোন থেকে বাবাকে ফোন দিয়েছিলাম৷ বাবা গেট খুলে পাঁচশ' টাকা নিয়ে এসে সিএনজিওয়ালাকে দেন৷''
মোবাশ্বারের বোন তামান্না তাসমিন ঐ সময় উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘‘আমার ভাই ফিরে এসেছে, আমরা এতেই খুশি৷ আমাদের কোনো প্রশ্ন নেই, কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই৷''
মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের সাবেক নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী নূর খান লিটন ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমরা মানবাধিকার কর্মীরা বারবার বলছি, যারা নিয়ে যাচ্ছে আবার দু-তিন মাস পর ফিরিয়ে দিচ্ছে, তারা যদি রাষ্ট্রীয় বাহিনী না হয় তাহলে রাষ্ট্রীয় বাহিনীর চেয়ে শক্তিশালী৷ এরা সুরক্ষিতভাবে রাখছে, আবার ফেরত দিচ্ছে৷ যাঁরা ফিরে এসেছেন, তাঁদের একজনকেও তো রাষ্ট্রীয় বাহিনীর তৎপরতার কারণে ফিরিয়ে দেয়নি৷ যারা নিয়েছে তারা স্বেচ্ছায় ফিরিয়ে দিয়েছে৷ ফলে যারা রাষ্ট্রকে চ্যালেঞ্জ জানাচ্ছে তাদের ব্যাপারে রাষ্ট্র চুপ কেন? রাষ্ট্রকেই কিন্তু এখন এ ব্যাপারে জবাব দিতে হবে৷'' AUDIO ON CLICK IMAGE
রহস্যজনক ‘নিখোঁজের' তালিকা দীর্ঘ হচ্ছে
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ‘নিখোঁজ' হয়ে যাওয়ার তালিকা ক্রমশই লম্বা হচ্ছে৷ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বৃহস্পতিবার একটি টুইট করেছেন৷ সেখানে তিনি দাবি করেন, গত ১০ বছরে ৭৫০ জনকে গুম করেছে সরকারি বাহিনী৷ আইন-শৃঙ্খলা বাহিনী বলছে, নিখোঁজদের একটি অংশ পরিবারকে না বলেই জঙ্গি কার্যক্রমে সংশ্লিষ্ট হয়ে নিরুদ্দেশ হয়েছে৷ তবে এ সব ঘটনায় যে জিডি করা হয়, তার তদন্ত কাজ এগোয় না৷
গত বছরের ১ ডিসেম্বর রাজধানীর বনানী এলাকা থেকে একযোগে চারজন তরুণ নিখোঁজ হন৷ তাঁরা হলেন – সাফায়েত হোসেন, জায়েন হোসেন খান পাভেল, সুজন ঘরামি ও মেহেদী হাওলাদার৷ এঁদের মধ্যে সাফায়েত ও পাভেল নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী৷ পরবর্তীতে ১৮ এপ্রিল মেহেদী হাওলাদার ও ২৮ মে সুজন ঘরামি ফিরে আসেন৷ তাঁদের ফিরে আসার বিষয়টিও রহস্যজনক৷ তাঁরা কীভাবে ফিরে এসেছেন, এতদিন কোথায় ছিলেন, কারা তাঁদের ধরে নিয়েছিল – এমন সব প্রশ্নের সদুত্তর পরিবারের কাছ থেকে মেলেনি৷ ঐ বছরের ৩০ নভেম্বর ঢাকা ক্যান্টনমেন্ট থানার মাটিকাটা এলাকা থেকে কেয়ার মেডিকেল কলেজের শিক্ষার্থী ইমরান ফরহাদ ও ৫ ডিসেম্বর বনানী এলাকা থেকে সাঈদ আনোয়ার খান নিখোঁজ হন৷ এমন অন্তত দুই শতাধিক মানুষ এখনো নিখোঁজ রয়েছেন বলে মানবাধিকার সংগঠনগুলোর হিসাব থেকে জানা যায়৷
খেলাধুলা
ঐতিহাসিক জয়ের নায়ক সাকিব, অভিনন্দনের জোয়ারে ভাসছে টাইগাররা

সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়ে বিস্তারিত »
লাইফস্টাইল
শীর্ষ খবর
-
বিভিন্ন দেশের নববর্ষ উৎসব
-
কোটা সংস্কার আন্দোলনের ত্রিমুখী ‘প্রতিক্রিয়া'
-
হায়দ্রাবাদের মসজিদে হামলার অভিযুক্তরা বেকসুর খালাস
-
‘পহেলা বৈশাখ জাতির বৈশিষ্ট্য অনুযায়ী উদযাপিত হোক'
-
আজয় রায় - ক্ষোভ নিয়ে সন্তান হত্যার বিচারের অপেক্ষা
-
নিষিদ্ধ দুই আঙুলের পরীক্ষা যেভাবে নিষিদ্ধ থাকতে পারে
-
২ কৃষ্ণাঙ্গকে পুলিশে দিয়ে ক্ষমা চাইলো স্টারবাকস

আজকের বাংলার মিডিয়া পার্টনার

অনলাইন জরিপ
প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমার রোহিঙ্গা দেরকে অত্যাচার করে ফলে ২০১৭ তে অগাস্ট ২৫ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১ মাসে ৫ লক্ষ্য রোহিঙ্গা জাতিগোষ্ঠী বাংলাদেশে আশ্রয় নিয়েছে, আপনি কি মনে করেন বাংলাদেশ শরণার্থী দেরকে আবার ফিরে পাঠিয়ে দিক?
সংবাদ আর্কাইভ
অনুবাদ সাহিত্য
- ফ্রান্স কাফকা: জার্মানভাষী বোহিমিয়ান উপন্যাসিক
- এক আঙুলে দেশরক্ষা করেছিলো যে বালক
- জার্মান কথাসাহিত্যিক হাইনরিখ ব্যোল এর জন্ম শতবার্ষিকী আজ
- হানিফা ডীনের 'দ্য ক্রিসেন্ট এন্ড দ্য পেনঃ দ্য স্ট্রেঞ্জ জার্নি অব তসলিমা নাসরিন' - ৪
- হানিফা ডীনের 'দ্য ক্রিসেন্ট এন্ড দ্য পেনঃ দ্য স্ট্রেঞ্জ জার্নি অব তসলিমা নাসরিন' - ৩
ফটো গ্যালারী
-
অভিজিৎ এর জন্মদিনে - মৌলবাদ নিপাত যাক মুক্তচিন্তা দীর্ঘজীবী হোক - আর্ট:
-
দ্বিতীয় মহাযুদ্ধের ধ্বংসস্তূপ এর চিহ্ন বয়ে বেড়াচ্ছে বার্লিন ৭০ বছর থেকে,
-
নয়া সক্রেটিস অভিজিৎ রায় - গত ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ঢাকায় বইমেলা থেকে বের
-
বার্লিনে খাদ্য, কৃষি ও বাগান শিল্প নিয়ে বিশ্বের বৃহত্তম প্রদর্শনী
-
আর্জেন্টিনা-জার্মানি ফাইনাল ম্যাচ নিয়ে ফেসবুক ব্যবহারকারীরা নিজেদের
-
বিশ্বকাপ গ্যালারির সুন্দরীরা - দুই জার্মান
-
বার্লিন কার্নিভাল অফ দি ওয়ার্ল্ড কালচার ২০১৪ - বাংলাদেশী কমুনিটি
-
বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ মডেল ফারিয়া আলম লন্ডনে ছিলেন আলোচনার
-
বাংলাদেশের ছেলে শাহীন জার্মানিতে সফলভাবে ছবি তৈরি করে আবার স্বীকৃতি পেলো -
-
বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপরা এসেছিলেন ২০১২ এর বার্লিনালে-৬২ তে যোগ দিতে
-
বিশ্ব বাজারে বাংলাদেশী পণ্য -
-
শুভ নববর্ষ ২০১৩, বার্লিন - Happy New Year 2013,