‘জার্মানিতে ইসলামি সংস্কৃতির জায়গা নেই’
জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী
প্রতিবেদকঃ DW তারিখঃ 2018-03-16 সময়ঃ 21:22:16 পাঠক সংখ্যাঃ 66
সরকার গঠন হতে না হতেই বিতর্কিত মন্তব্য করলেন জার্মানির নতুন স্বরাষ্ট্রমন্ত্রী৷ তাঁর কথা শুনে বিশেষজ্ঞেরা বলছেন, ইসলামোফোবিয়া ঢুকে পড়েছে জার্মান সরকারের ঘরের ভেতরেও৷
জার্মানিতে ইসলামি সংস্কৃতির কোনো জায়গা নেই৷ নতুন সরকার গঠন হতে না হতেই এ কথা জানালেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট সেহোফার৷ একটি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, জার্মানির সংস্কৃতির সঙ্গে মিশে আছে খ্রিষ্টান সংস্কার৷ সে কারণেই রবিবার এখানে দোকানপাট বন্ধ থাকে৷ প্রতিটি খ্রিষ্টান পরবের দিন এখানে ছুটি ঘোষণা হয়৷ বস্তুত, জার্মানি খ্রিষ্টানদের সংস্কৃতি অনুসরণ করেই এতদিন ধরে চলছে৷ সেখানে ইসলামের কোনো জায়গা নেই৷ তবে পাশাপাশি তিনি এ কথাও বলেছেন যে, ইসলাম সংস্কৃতির সঙ্গে মুসলিম নাগরিকদের গুলিয়ে ফেললে চলবে না৷ জার্মানিতে বহু মুসলিম বসবাস করেন৷ তাঁরা জার্মান৷ তাঁরা দেশে স্বাগত৷ কিন্তু তাঁদের ধর্মীয় সংস্কৃতি জার্মান সংস্কৃতি নয়৷
হঠাৎ কেন এ কথা বলতে গেলেন মন্ত্রীমশাই? প্রশ্নটি উঠেছে বহু মহলেই৷ বস্তুত, জোট নিয়ে যখন জলঘোলা হচ্ছিল, তখনই বহু বিশেষজ্ঞ বলেছিলেন, নতুন সরকার তৈরি হলেও তারা অস্তিত্ব সংকটে ভুগবে৷ গত কয়েকবছরে সরকারের অভিবাসন সংক্রান্ত ভাবনা এবং শরণার্থী সংক্রান্ত নীতির ফলে দেশে প্রচুর শরণার্থীর প্রবেশ ঘটেছে৷ এবং সেই সূত্রেই জার্মান জনমনে শরণার্থীদের নিয়ে একপ্রকার দূরত্ব তৈরি হয়েছে৷ ইসলামোফোবিয়াও বেড়েছে কয়েকগুণ৷ যার পূর্ণ সুযোগ নিয়েছে ‘জার্মানির জন্য বিকল্প' বা এএফডি-র মতো উগ্র দক্ষিণপন্থি দল৷ কয়েকবছর আগেও যাদের কার্যত কোনো অস্তিত্ব ছিল না, গত নির্বাচনে তারা বিপুল পরিমাণ ভোট পেয়েছে এবং সংসদে বিরোধী দলের আসন গ্রহণ করেছে৷ এমতাবস্থায় জোট সরকারকে প্রতিটি পদক্ষেপই সাবধানে ফেলতে হবে৷ খেয়াল রাখতে হবে জনমত যাতে তাদের দিক থেকে একেবারে সরে না যায়৷ দক্ষিণপন্থি মনোভাব তাদের দেখাতেই হবে৷
ঠিক সে ঘটনাই ঘটছে বাস্তবে৷ বস্তুত, সেহোফার বরাবরই দক্ষিণপন্থি বলে পরিচিত৷ এর আগে ম্যার্কেলের শরণার্থী সংক্রান্ত নীতির বিরোধিতাও করেছেন তিনি৷ ম্যার্কেল বরাবরই বলে এসেছেন, জার্মানিতে সমস্ত ধর্মের মানুষের ঐতিহ্যই রক্ষিত হয়৷ কার্যত তার উলটো সুরই শোনা গেল এবার গৃহমন্ত্রীর গলায়৷
এবং সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত তাঁর বক্তব্যের কোনো সমালোচনা করে কোনো বিবৃতি প্রকাশিত হয়নি৷ মনে করা হচ্ছে, কার্যক্ষেত্রেও সাবধানী পদক্ষেপ করবে নতুন সরকার৷ শরণার্থী প্রসঙ্গে এবং আশ্রয়প্রার্থীদের দেশে ফেরানোর বিষয়ে যথেষ্টই কঠিন পদক্ষেপ করা হবে৷
জার্মানির মুসলমানদের সম্পর্কে তরুণরা যা ভাবছেন
নিজেকে কি জার্মান মনে করেন?
জার্মানির বিলেফিল্ডে থাকেন মরোক্কান বংশোদ্ভূত আয়া৷ গত মার্চে বার্লিনে অনুষ্ঠিত হলো ‘ইয়ং ইসলাম কনফারেন্স ২০১৭’৷ তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল – নিজেকে কি জার্মান মনে করেন? জবাবে ১৮ বছর বয়সি এই তরুণী বলেন, ‘‘আমি নিজেকে যতটা মরোক্কান মনে করি, তার চেয়ে বেশি জার্মান মনে করি৷ জার্মান সংস্কৃতির মাঝেই বেড়ে উঠেছি আমি৷ এর (জার্মান সংস্কৃতির) সঙ্গে যোগাযোগ আমার অন্য দেশের (মরক্বো) চেয়ে অনেক বেশি৷’’
এদিকে এরমধ্যেই একটি নতুন সমীক্ষা প্রকাশ করেছে ব্রস্ট ফাউন্ডেশন৷ তাদের রিপোর্টেও স্পষ্ট, জার্মানিতে গত দু'বছরে ইসলামোফোবিয়া চোখে পড়ার মতো বেড়েছে৷ উদাহরণ দিতে গিয়ে সেখানে বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে জার্মানির বিভিন্ন অঞ্চলে প্রচুর পরিমাণ তুর্কি এসে বসবাস করতে শুরু করেন৷ মূলত কারখানায় কাজের জন্যই তাঁরা আসতে শুরু করেছিলেন৷ এছাড়াও আশপাশের মিসলিম রাষ্ট্রগুলি থেকেও বহু মানুষ সে সময় জার্মানিতে এসেছেন৷ কখনোই তাংদের নিয়ে জার্মান নাগরিকের তেমন কোনো সমস্যা হয়নি৷ কিন্তু গত দু'বছরে বিশ্বাসহিনতা অনেক গুণ বেড়ে গিয়েছে৷ অধিকাংশ জার্মান ইদানীং বলতে শুরু করেছেন মুসলিমদের সঙ্গে একত্রে থাকা সম্ভব নয়৷ যদিও উলটো মতও আছে৷ কিন্তু সে সংখ্যাটা ক্রমশ কমছে৷ পাশাপাশি এএফডি-র মতো দলগুলির সমর্থক বাড়ছে৷ সব মিলিয়ে খুব সুখকর পরিস্থিতিতে নেই জার্মানি৷
এলিজাবেথ শুমাখার, রেবেকা স্টউডেনমাইয়ার/এসজি
খেলাধুলা
ঐতিহাসিক জয়ের নায়ক সাকিব, অভিনন্দনের জোয়ারে ভাসছে টাইগাররা

সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়ে বিস্তারিত »
লাইফস্টাইল
শীর্ষ খবর
-
কোটা সংস্কার আন্দোলনের ত্রিমুখী ‘প্রতিক্রিয়া'
-
আজয় রায় - ক্ষোভ নিয়ে সন্তান হত্যার বিচারের অপেক্ষা
-
হায়দ্রাবাদের মসজিদে হামলার অভিযুক্তরা বেকসুর খালাস
-
‘পহেলা বৈশাখ জাতির বৈশিষ্ট্য অনুযায়ী উদযাপিত হোক'
-
২ কৃষ্ণাঙ্গকে পুলিশে দিয়ে ক্ষমা চাইলো স্টারবাকস
-
সিরিয়ায় রাসায়নিক হামলার রহস্য এখনো অস্পষ্ট
-
মহাভারতের কালে ইন্টারনেট ছিল !

আজকের বাংলার মিডিয়া পার্টনার

অনলাইন জরিপ
প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমার রোহিঙ্গা দেরকে অত্যাচার করে ফলে ২০১৭ তে অগাস্ট ২৫ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১ মাসে ৫ লক্ষ্য রোহিঙ্গা জাতিগোষ্ঠী বাংলাদেশে আশ্রয় নিয়েছে, আপনি কি মনে করেন বাংলাদেশ শরণার্থী দেরকে আবার ফিরে পাঠিয়ে দিক?
সংবাদ আর্কাইভ
অনুবাদ সাহিত্য
- ফ্রান্স কাফকা: জার্মানভাষী বোহিমিয়ান উপন্যাসিক
- এক আঙুলে দেশরক্ষা করেছিলো যে বালক
- জার্মান কথাসাহিত্যিক হাইনরিখ ব্যোল এর জন্ম শতবার্ষিকী আজ
- হানিফা ডীনের 'দ্য ক্রিসেন্ট এন্ড দ্য পেনঃ দ্য স্ট্রেঞ্জ জার্নি অব তসলিমা নাসরিন' - ৪
- হানিফা ডীনের 'দ্য ক্রিসেন্ট এন্ড দ্য পেনঃ দ্য স্ট্রেঞ্জ জার্নি অব তসলিমা নাসরিন' - ৩
ফটো গ্যালারী
-
অভিজিৎ এর জন্মদিনে - মৌলবাদ নিপাত যাক মুক্তচিন্তা দীর্ঘজীবী হোক - আর্ট:
-
দ্বিতীয় মহাযুদ্ধের ধ্বংসস্তূপ এর চিহ্ন বয়ে বেড়াচ্ছে বার্লিন ৭০ বছর থেকে,
-
নয়া সক্রেটিস অভিজিৎ রায় - গত ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ঢাকায় বইমেলা থেকে বের
-
বার্লিনে খাদ্য, কৃষি ও বাগান শিল্প নিয়ে বিশ্বের বৃহত্তম প্রদর্শনী
-
আর্জেন্টিনা-জার্মানি ফাইনাল ম্যাচ নিয়ে ফেসবুক ব্যবহারকারীরা নিজেদের
-
বিশ্বকাপ গ্যালারির সুন্দরীরা - দুই জার্মান
-
বার্লিন কার্নিভাল অফ দি ওয়ার্ল্ড কালচার ২০১৪ - বাংলাদেশী কমুনিটি
-
বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ মডেল ফারিয়া আলম লন্ডনে ছিলেন আলোচনার
-
বাংলাদেশের ছেলে শাহীন জার্মানিতে সফলভাবে ছবি তৈরি করে আবার স্বীকৃতি পেলো -
-
বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপরা এসেছিলেন ২০১২ এর বার্লিনালে-৬২ তে যোগ দিতে
-
বিশ্ব বাজারে বাংলাদেশী পণ্য -
-
শুভ নববর্ষ ২০১৩, বার্লিন - Happy New Year 2013,